
Yumthang Valley (ইয়ুমথাং ভ্যালি)
১১৮০০ ফুট উচ্চতায় উত্তর সিকিমের ভ্যালি অব ফ্লাওয়ারস বা ফুলের উপত্যকা হল ইয়ুমথাং ভ্যালি। এপ্রিল মে মাসে বিভিন্ন রঙের রডোডেনড্রন ও নানা রকম ফুলে ভরে ওঠে, আবার শীতে গভীর বরফে ঢাকা পড়ে।
কিভাবে যাবেন ইয়ুমথাং ভ্যালি ?
কোলকাতা থেকে ফ্লাইট, ট্রেনে বা বাসে করে শিলিগুড়ি পৌঁছে, গাড়িতে প্রথমে গ্যাংটক পৌঁছে, তারপর ভোরে বেরিয়ে কাবি, ফোদং, মংগন, সিংঘিক, চুংথাং হয়ে ৮৬১০ ফুট উচ্চতার লাচুং গ্রাম পৌঁছে, পরদিন সকালে ইয়ুমথাং ভ্যালি র উদ্দেশে রওনা দেওয়া। ফ্লাইট, ট্রেন ও বাস টিকিট রিজার্ভেশন বা গাড়ি বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ইয়ুমথাং ভ্যালি তে গেলে কোথায় থাকবেন ?
ইয়ুমথাং ভ্যালি সফরে রাত্রিবাস হবে লাচুং গ্রামে, এখানে থাকার জন্য বেশ কিছু সাধারন ও উচ্চমানের হোটেল, রিসর্ট ও হোম স্টে রয়েছে। সঠিক মূল্যে, ভালোমানের হোটেল বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ইয়ুমথাং ভ্যালি তে কি কি দেখবেন ?
ইয়ুমথাং ভ্যালি ঢোকার মুখের উষ্ণ প্রস্রবন দেখে ভ্রমণ শুরু করে, পরের গন্তব্য ১৫০০০ ফুট উচ্চতায় তুষারবৃত ইয়ুমেসামডং। সাথে লাচুং গ্রামের লাচুং গুম্ফাটিও দেখে নেওয়া যায়।
ইয়ুমথাং ভ্যালি ভ্রমণের সেরা সময়ঃ
সেপ্টেম্বর থেকে জুন মাস এখানে ভ্রমণের সেরা সময় হলেও, বছরের যে কোন সময়, ইয়ুমথাং ভ্যালি ঘুরে আসতে পারেন।
জানেন কি?
- ইয়ুমেসামডং থেকে চীন সীমান্ত অদূরে হওয়ায়, এখান অবধিই যাবার অনুমতি পান পর্যটকরা।
এই ট্যুর সম্পর্কে আরো বিশদে জানতে ও বুকিং এর জন্য যোগাযোগ করুন – 9830222022 / 9674486001