Ravangla (রাবংলা)

সুউচ্চ মৈনাম পাহাড়ের পাদদেশে ৭০১৬ ফুট উচ্চতায় অবস্থিত দক্ষিণ সিমিমের অন্যতম পর্যটন কেন্দ্র রাবংলা। আবহাওয়া পরিষ্কার থাকলে নরসিং, পান্ডিম সহ তুষারশৃঙ্গ শ্রেণী এখান থেকে চোখে পড়ে। 

 

কিভাবে যাবেন রাবংলা ?

কোলকাতা থেকে ফ্লাইট, ট্রেনে বা বাসে করে শিলিগুড়ি পৌঁছে, গাড়িতে রাবংলার দূরত্ব প্রায় ১৩০ কিমি। ফ্লাইট, ট্রেন ও বাস টিকিট রিজার্ভেশন বা গাড়ি বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

 

রাবংলাতে কোথায় থাকবেন ?

এখানে থাকার জন্য বেশ কিছু সাধারন ও উচ্চমানের হোটেল, রিসর্ট, হলিডে হোম, হোম স্টে রয়েছে।  সঠিক মূল্যে, ভালোমানের হোটেল বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

 

রাবংলাতে কি কি দেখবেন ?

রাবংলা দ্রষ্টব্যের প্রধান আকর্ষণ দৃস্টিনন্দন ফুলের বাগানের মাঝে সুবিশাল বুদ্ধ পার্ক। সাথে দেখে নেওয়া যায়, ১০ কিমি দুরে তরঙ্গায়িত সবুজের অপরূপ রুপে ভরপুর সিকিমের একমাত্র বাগিচা টেমির চা বাগান, এখানে চা তৈরির পদ্ধতিও প্রত্যক্ষ করা যায়। একে একে দেখে নেওয়া রালং গুম্ফা, রাবাংলা গুম্ফা ইত্যাদি।

 

রাবংলা ভ্রমণের সেরা সময়ঃ

সেপ্টেম্বর থেকে জুন মাস এখানে ভ্রমণের সেরা সময় হলেও, বছরের যে কোন সময়, রাবংলা ঘুরে আসতে পারেন।

 

জানেন কি?

  • রাবংলা থেকে ১৭ কিমি দূরে পাখি দেখার আদর্শ ঠিকানা বোরং।

 

এই ট্যুর সম্পর্কে আরো বিশদে জানতে ও বুকিং এর জন্য যোগাযোগ করুন – 9830222022 / 9674486001

Share this tourist place with your family & friend with below link.

WhatsApp chat