Mandarmani (মন্দারমণি)

ক্ষণে ক্ষণে সমুদ্রের গর্জন, বীচ জুড়ে সফেন আঁকিবুঁকি, মন্দার গাছে ঘেরা, সপ্তাহান্তের ছোট্ট ছুটিতে বাঙালির প্রিয় গন্তব্য মন্দারমণি। চাঁদের আলোয় সৈকতের বালুকণা মণির মতো চিকচিক করে, নামও তাই মন্দারমণি

 

কিভাবে যাবেন মন্দারমণি ?

কোলকাতা থেকে ট্রেনে করে, দীঘা বা রামনগর স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে চলে যাওয়া যায় মন্দারমণি। কোলকাতা থেকে দীঘাগামী বাসে গেলে চাউলখোলা নেমে, গাড়িতে চলে যাওয়া যায়। এছাড়া নিজস্ব বা ভাড়া গাড়িতে পৌছতে পারেন মন্দারমণি, কোলকাতা থেকে দূরত্ব প্রায় ১৮০ কিমি। ট্রেন ও বাস টিকিট রিসার্ভেশন বা গাড়ি বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

 

মন্দারমণিতে কোথায় থাকবেন ?

মন্দারমণিতে বেশ কিছু উচ্চ ও সাধারন মানের প্রাইভেট হোটেল ও রিসর্ট রয়েছে। সঠিক মূল্যে, ভালোমানের হোটেল বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

 

মন্দারমণিতে কি কি দেখবেন ?

হোটেলের ঘরে বা বারান্দায় বসে সারাদিন সমুদ্র উপভোগ করা যায়। ভাটার সময় সাগরের জল অনেকদূর সরে গেলে, নির্জন সি বীচ ধরে অনেক দূর হেটে চলে যাওয়া যায় অথবা গাড়ি নিয়ে ঘুরে আসা যায় নিকটবর্তি পর্যটন কেন্দ্রগুলি যেমন দীঘা, মোহনা, তাজপুর, শঙ্করপুর ইত্যাদি।

 

মন্দারমণি ভ্রমণের সেরা সময়ঃ

বছরের যে কোন সময় ছোট্ট ছুটিতে, কোলকাতা থেকে মন্দারমণি ঘুরে আসতে পারেন।

 

জানেন কি?

  • মন্দারমণিতে সমুদ্রের ধারের হোটেলগুলিতে পৌছতে গেলে, বালির তটের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে হয়, জোয়ারের সময় এই তটই চলে যায় জলের তলায়।

 

এই ট্যুর সম্পর্কে আরো বিশদে জানতে ও বুকিং এর জন্য যোগাযোগ করুন – 9830222022 / 9674486001

Share this tourist place with your family & friend with below link.

WhatsApp chat