
Jhandi (ঝান্ডি)
শাল পাইনে ছাওয়া শান্ত, ছোট অথচ সুন্দর গ্রাম ঝান্ডি। নিস্তব্ধ পরিবেশ, কাঞ্চনজঙ্ঘা দর্শন, হিমালয়ের রংবেরং পাখি – এই নিয়েই ঝান্ডি উত্তরবঙ্গের নবতম পর্যটন কেন্দ্র।
কিভাবে যাবেন ঝান্ডি ?
কোলকাতা থেকে ট্রেনে নিউ মাল জং বা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে গাড়িতে পৌঁছন মূর্তি। নিউ মাল থেকে ঝান্ডি মাত্র ৩২ কিমি দূরত্ব। ট্রেন ও বাস টিকিট রিসার্ভেশন বা গাড়ি বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ঝান্ডিতে কোথায় থাকবেন ?
এখানে থাকার জন্য বেশ কিছু উচ্চ ও সাধারন মানের হোম স্টে রয়েছে। সঠিক মূল্যে, ভালোমানের হোটেল বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ঝান্ডিতে কি কি দেখবেন ?
মাত্র কয়েকঘর জনপদ নিয়ে ছোট্ট গ্রাম ঝান্ডি পায়ে হেটে ঘুরতেই বেশি ভালো লাগবে। পথে কানে ভেসে আসবে চেনা অচেনা পাখির গান, মন কাড়বে চারিদিকে সবুজের সমারহ। মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য স্মৃতি হয়ে থাকবে। তবে এখানে থেকে গাড়ি নিয়ে ডুয়ার্স এর কিছু অংশ ও ঘুরে আসা যায়।
ঝান্ডি ভ্রমণের সেরা সময়ঃ
সেপ্টেম্বর থেকে জুন মাস ঝান্ডি ভ্রমণের সেরা সময় হলেও, বছরের যে কোন সময় ছোট্ট ছুটিতে, কোলকাতা থেকে ঝান্ডি ঘুরে আসতে পারেন।
জানেন কি?
- নিস্তব্ধ নিরালায় একাত্মে ছুটি কাটানোর সেরা ঠিকানা হল ঝান্ডি।
এই ট্যুর সম্পর্কে আরো বিশদে জানতে ও বুকিং এর জন্য যোগাযোগ করুন – 9830222022 / 9674486001