
Gurudongmar Lake (গুরুদোংমার লেক)
তুষারাবৃত গিরিশ্রেনি ঘেরা ১৭৮০০ ফুট উচ্চতায় উত্তর সিকিমের এক অনিন্দ্যসুন্দর সরোবর গুরুদোংমার লেক। গুরু পদ্মসম্ভবের স্মৃতিবিজড়িত এই সরোবর বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে মান্যতা পায়।
কিভাবে যাবেন গুরুদোংমার লেক ?
কোলকাতা থেকে ফ্লাইট, ট্রেনে বা বাসে করে শিলিগুড়ি পৌঁছে, গাড়িতে প্রথমে গ্যাংটক পৌঁছে, তারপর ভোরে বেরিয়ে কাবি, ফোদং, মংগন, সিংঘিক, চুংথাং হয়ে ৯৪০০ ফুট উচ্চতার লাচেন গ্রাম পৌঁছে, পরদিন সকালে গুরুদোংমার লেকের উদ্দেশে রওনা দেওয়া। ফ্লাইট, ট্রেন ও বাস টিকিট রিজার্ভেশন বা গাড়ি বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
গুরুদোংমার লেক গেলে কোথায় থাকবেন ?
গুরুদোংমার লেক সফরে রাত্রিবাস হবে লাচেন গ্রামে, এখানে থাকার জন্য বেশ কিছু সাধারন ও উচ্চমানের হোটেল, রিসর্ট ও হোম স্টে রয়েছে। সঠিক মূল্যে, ভালোমানের হোটেল বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
গুরুদোংমার লেক সফরে কি কি দেখবেন ?
লাচেন থেকে কাকভোরে বেরিয়ে একসময় পৌঁছে যাবেন গুরুদোংমার লেক্য। বিশ্বের সর্বোচ্চ সরোবরগুলির মধ্যে অন্যতম এই লেকের শোভা সত্যিই নয়নাভিরাম, তবে অনেকসময়ই দুপুরের পর আবহাওয়া খুব খারাপ হতে থাকে, তাই দুপুরের মধ্যেই লাচেন গ্রাম ফিরে আসা উচিত।
গুরুদোংমার লেক ভ্রমণের সেরা সময়ঃ
সেপ্টেম্বর থেকে জুন মাস এখানে ভ্রমণের সেরা সময়, তবে আবহাওয়া খারাপ থাকলে এ পথে যাত্রার অনুমতি মেলে না।
জানেন কি?
- উচ্চতা জনিত কারনে লেক এরিয়াতে বেশি দৌড় ঝাপ করা উচিত নয়, এতে উচ্চতাজনিত শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
এই ট্যুর সম্পর্কে আরো বিশদে জানতে ও বুকিং এর জন্য যোগাযোগ করুন – 9830222022 / 9674486001